ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই ফ্লাইওভার নির্মাণে চায়না কোম্পানি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
দুই ফ্লাইওভার নির্মাণে চায়না কোম্পানি প্রতীকী

ঢাকা: দু’টি ফ্লাইওভারের নির্মাণ নিয়ে গৃহায়ন ও গণর্পূত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন চায়না কন্সট্রাকশন কোম্পানির একটি প্রতিনিধি দল।

এর মধ্যে রয়েছে রাজধানীর শান্তিনগর থেকে কেরাণীগঞ্জ ঝিলমিল প্রজেক্ট পর্যন্ত ১৩.৩২ কি. মি. ফ্লাইওভার ও চট্টগ্রামের মুরাদপুর বহদ্দারহাট হয়ে এয়ারপোর্ট পর্যন্ত ১৮ কি. মি. ফ্লাইওভার নির্মাণ।



সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে দু’টি ফ্লাইওভারের বিষয় নিয়ে সমঝোতা স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় রাজউক ভবনে দুই পক্ষের প্রতিনিধি ও চায়না কন্সট্রাকশন কোম্পানির প্রতিনিধি স্বাক্ষর করবেন।

শান্তিনগর থেকে কেরাণীগঞ্জ ঝিলমিল ফ্লাইওভার প্রজেক্টের পক্ষে স্বাক্ষর করবেন রাজউকের চেয়ারম্যান জিএম জয়নাল আবেদিন। চট্টগ্রামের মুরাদপুর বহদ্দারহাট হয়ে এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইওভার প্রজেক্টের পক্ষে স্বাক্ষর করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক)  চেয়ারম্যান আব্দুচ ছালাম। আর চায়না কন্সট্রাকশন কোম্পানির পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট হু ফেন।

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন গৃহায়ন ও গণর্পূত মন্ত্রণালয়ের সচিব মো. মইনউদ্দিন আবদুল্লাহ, রাজউক ও চউক চেয়ারম্যান। এছাড়া প্রতিনিধি দলের ১৫ সদস্যও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:১৬১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এমএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।