ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় আল-আরাফাহ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
বগুড়ায় আল-আরাফাহ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘বর্ষা মৌসুমে গাছের চারা রোপণ করুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৫ পালন করা হয়েছে।
 
সোমবার (১০ আগস্ট) দুপুরে দেড় শতাধিক দরিদ্র নারীর মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।



এ উপলক্ষে শহরের ধুনটমোড়স্থ ব্যাংকের কার্যালয়ে শাখা ব্যবস্থাপক এ বি এম আব্দুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী শফিকুল আলম তোতা, বশির উদ্দিন, তোফায়েল আহমদ, আব্দুর রশিদ, আবু হানিফ, বাবলু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
 
এছাড়া একইদিনে ব্যাংকের পক্ষ থেকে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে দেড় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
 
চলতি বছরের ২৯ জুলাই থেকে এ ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষরোপণ কমসূচি চলে আসছে। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ বি এম আব্দুল বাতেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।