ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাঁচ হাজার উদ্যোক্তা সৃষ্টি করবে এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
পাঁচ হাজার উদ্যোক্তা সৃষ্টি করবে এফবিসিসিআই

ঢাকা: দেশের ৬৪ জেলায় নারী উদ্যোক্তাসহ পাঁচ হাজার উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে শিল্পায়নের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন
এফবিসিসআই।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্যাহর সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ একথা জানান।


সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই সভাপতি জানিয়েছেন এ প্রকল্প থেকে প্রতি বছর তিনজন সফল উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে। বাংলাদেশ ব্যাংক প্রকল্পটিতে ৯ শতাংশ সুদে অর্থায়ন করবে।

মাতলুব আহমাদ বলেন, প্রতিটি বিভাগীয় শহরের চেম্বারগুলোতে কমপক্ষে দু’টি করে এসএমই খাত উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

সাক্ষাতে এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিব উল্যাহ বলেন, দেশে কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে এ দেশের উন্নয়ন সম্ভব। এসএমই ফাউন্ডেশন ৯ শতাংশ সুদে ব্যাংক ব্যবস্থার সহায়তায় উদ্যেক্তাদের ঋণ দিচ্ছে এবং এর রিকভারি শতভাগ।

এদিকে আটটি উইমেন চেম্বার নেতাদের সঙ্গে অনুষ্ঠিত অপর এক সভায় এফবিসিসিআই সভাপতি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সহযোগিতায় বিশেষ করে এসএমই খাতে স্বল্প সুদে ঋণ পেতে সহায়তার আশ্বাস দেন।

সভায় তিনি বিভিন্ন জেলার নারী উদ্যোক্তাদের সহজ শর্তে সিঙ্গেল ডিজিট সুদে ঋণ গ্রহণের সুবিধা, জামানতবিহীন ঋণের পরিমাণ বৃদ্ধি, সম্ভাবনাময় খাতের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচির প্রতি গুরুত্ব দেন।

উইমেন চেম্বারের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি।

সোমবার ভারতের দিল্লিতে নিয়োজিত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত মি. দর্জা বাভদেজ’র সঙ্গে আর একটি সৌজন্য সাক্ষাৎ করেন এফবিসিসিআই সভাপতি।
সাক্ষাতে বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সবকটি বৈঠক অনুষ্ঠিত হয় এফবিসিসআই কার্যালয়ে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এএসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।