ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিঙ্গাপুরে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ১ সেপ্টেম্বর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
সিঙ্গাপুরে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ১ সেপ্টেম্বর

ঢাকা: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ এবং দি সিটি ব্যাংক লিমিটেড যৌথভাবে তৃতীয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে আগামী ১ সেপ্টেম্বর সিংগাপুরে এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার(১১ আগস্ট’২০১৫) এ আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ার এবং দি সিটি ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সোহেল আর. কে. হুসেইন।

এ সময় জানানো হয়, দিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনে দেশের ক্রমবর্ধমান সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগ খাতে এশিয়াকেন্দ্রিক অ্যাসেট ম্যানেজার, ব্যক্তিমালিকানাধীন ব্যাংক, আঞ্চলিক অফিস, ব্যক্তিমালিকানাধীন ইকুইটি ফার্ম এবং করপোরেশনগুলোর বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার বিষয়ে আলোচনা হবে।

এবারের সম্মেলনেও দেশের অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরা হবে। বিদ্যুৎ-জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো উন্নয়নসহ বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হবে।

সরকারি প্রতিনিধি ছাড়াও মাল্টিল্যাটারাল ফিন্যান্সিয়ার, রেটিং এজেন্সি, পোর্টফোলিও ম্যানেজার, গ্লোবাল অ্যাসেট ম্যানেজার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বেসরকারি ব্যাংক, ব্যক্তি মালিকাধীন ইকুইটি অ্যান্ড হেজ ফান্ডের প্রধানরা সামিটে অংশ নেবেন।

পাশাপাশি বাংলাদেশভিত্তিক করপোরেট প্রতিষ্ঠানের সিইও, এমডি ও সিএফওরাও এতে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।