ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি মোহাম্মদ আবু জাফর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ঢাকা ব্যাংকের নতুন ডিএমডি মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ আবু জাফর

ঢাকা: ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং শাখা ব্যবস্থাপক হিসেবে দিলকুশা শাখায় (প্রিন্সিপাল শাখা) কর্মরত ছিলেন।



আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে ব্যাংকিং পেশায় তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০০৬ সালে ন্যাশনাল ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। উত্তরা ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে তিনি ব্যবস্থাপক হিসেবে বৃহত্ এডি শাখাগুলোয় ১৫ বছর দায়িত্ব পালন করেন। আবু জাফর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস করেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।