ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নওগাঁয় এক্সিম ব্যাংকের ৯১তম শাখা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
নওগাঁয় এক্সিম ব্যাংকের ৯১তম শাখা

ঢাকা: ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ জেলা নওগাঁয় বেসরকারি এক্সিম ব্যাংকের ৯১তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য মো. আব্দুল মান্নান শাখাটির উদ্বোধন ঘোষণা করেন।



এতে অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বাবলু।  

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দীন তরফদার এবং নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল মান্নান বলেন, এক্সিম ব্যাংক নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত না থেকে ক্রমেই দেশের সব অঞ্চলে ছড়িয়ে পড়ছে। এরই ধারাবাহিকতায় উত্তরাঞ্চলের নওগাঁয় এ শাখা স্থাপন কর‍া হয়েছে।

এসময় অন্যদের মধ্যে নওগাঁর পুলিশ সুপার, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং এক্সিম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।