ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
সাতক্ষীরায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা মূখ্য আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. জাকারিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ ছাব্বির, উপ-মহাব্যবস্থাপক উত্তম কুমার কুণ্ডু, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এস এম ওবায়দুল কবীর, শেখ ছিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের কর্মকর্তা কাজী মাসুদুল হক।

বক্তারা এসময় সেবার গুণগত মান উন্নয়নের মাধ্যমে কৃষি ব্যাংককে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সম্মেলনে খুলনা অঞ্চলের ১৭ জন শাখা ব্যবস্থাপক, ৫৪ জন মাঠকর্মী ও ব্যাংকের বিভিন্ন ¯Íরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।