ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিন অর্থবছর পর ‘অতিরিক্ত’ রাজস্ব আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
তিন অর্থবছর পর ‘অতিরিক্ত’ রাজস্ব আদায়

ঢাকা: তিন অর্থবছর পর বিদায়ী অর্থবছর (২০১৪-১৫) রাজস্ব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
অতিরিক্ত আদায় হয়েছে, ১ হাজার ৬৯৫ কোটি ৯৮ লাখ টাকা।

এনবিআর’র গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ থেকে সোমবার এ তথ্য জানানো হয়।
 
পরিসংখ্যান অনুবিভাগ সূত্র জানায়, বিদায়ী অর্থবছর রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়, ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। পরে রাজনৈতিক অস্থিরতায় লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৬৯২ কোটি কমিয়ে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি টাকা।
 
সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে জুন, ২০১৫ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭২৩ কোটি ৯৮ লাখ টাকা; যা অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৬৯৫ কোটি ৯৮ লাখ টাকা বেশি। বিদায়ী অর্থবছর রাজস্ব আদায় প্রবৃদ্ধি ১৩ দশমিক ১৬ শতাংশ।
 
তবে এর আগে ২০১১-১২, ২০১২-১৩, ২০১৩-১৪ অর্থবছর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি রাষ্ট্রীয় এ সংস্থাটি।
 
সূত্র জানায়, আয়কর, ভ্রমণকর ও অন্যান্য খাতে ৪৯ হাজার ২৬৪ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৪৯ হাজার ৩৯৩ কোটি ১১ লাখ টাকা। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ১২৯ কোটি অতিরিক্ত। এ খাতে রাজস্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১২ দশমিক ৬৮ শতাংশ।
 
মূসক (ভ্যাট) খাতে ৪৮ হাজার ২৬৪ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৪৮ হাজার ৯৯৮ কোটি ৩৯ লাখ টাকা; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭৩৪ কোটি ৩৯ লাখ টাকা অতিরিক্ত। এ খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১২ দশমিক শূন্য ৬ শতাংশ।
 
আমদানি-রফতানি শুল্ক ৩৭ হাজার ৫শ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৩৮ হাজার ৩৩২ কোটি টাকা ৪৮ লাখ টাকা; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৩২ কোটি ৪৮ লাখ টাকা অতিরিক্ত। এ খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৫ দশমিক ৩০ শতাংশ।
 
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
আরইউ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।