ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় ডেনিম এক্সপো ১১-১২ নভেম্বর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
ঢাকায় ডেনিম এক্সপো ১১-১২ নভেম্বর

ঢাকা: আন্তর্জাতিক অঙ্গনে দেশের ডেনিম গার্মেন্টস পণ্যের সক্ষমতা তুলে ধরতে আগামী ১১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো।

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিতব্য ওই প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, মেক্সিকো, স্পেন, তুরস্ক, হংকং, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও রাশিয়ার ৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে।



এছাড়া বিশ্বের প্রায় ৬০টি দেশের ১২শ’ প্রতিষ্ঠানের ৪ হাজার ক্রেতা-দর্শনার্থী অংশ নেয়ার কথা রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেনিম এক্সপো’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজ উদ্দিন জানান, দেশে ডেনিম শিল্পের প্রসারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের অগ্রগতি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। দ্বিতীয়বারের মত আয়োজন হতে যাওয়া এবারের প্রদর্শনী আরো বড় পরিসরে হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।