ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বস্ত্রশিল্পের যন্ত্রপাতি প্রদর্শনী ২-৫ সেপ্টেম্বর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
বস্ত্রশিল্পের যন্ত্রপাতি প্রদর্শনী ২-৫ সেপ্টেম্বর

ঢাকা: আগামী ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম আন্তর্জাতিক টেক্সটাইল পোশাকশিল্প প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনী-২০১৫।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ প্রদর্শনী শেষ হবে ৫ সেপ্টেম্বর।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবসায়ী ও দর্শনার্থীরা নিবন্ধনের মাধ্যমে প্রদর্শনী পরিদর্শন করতে পারবেন।

রোববার(২৩ আগস্ট’২০১৫) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান সেমস গ্লোবাল ইউএসএ এবং এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট এবং গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মিস মেরুন এন ইসলাম।

এ সময় জানানো হয়, এবারের প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন শিল্প সংস্থাসহ ১৫টি দেশের প্রায় ৬০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। একে একত্রে এক ছাদের নিচে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির সক্রিয় সম্মিলন ঘটবে যেখানে প্রযুক্তি যন্ত্রপাতি, উপাদান ইত্যাদি নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানসমূহ হাজির হবেন এবং এদেশের অ্যাপারেল শিল্পকে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় ঘটাকে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।