ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তৈরি পোশাকের দাম বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
তৈরি পোশাকের দাম বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: তৈরি পোশাকের দাম বাড়াতে উন্নত দেশের ক্রেতাদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ টাকা দিয়ে শ্রমিকদের আরও বেশি মজুরি দেওয়া হবে।
 
বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়াইনের প্রতি এ আহ্বান জানান তিনি।


 
মঙ্গলবার (২৫ আগস্ট, ২০১৫) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ডেসমন্ড।
 
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
 
প্রধানমন্ত্রী তার সরকারের সময় শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ গার্মেন্ট সেক্টর ও শ্রমিকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
 
শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬০০ টাকা থেকে বাড়িয়ে ৫৩০০ টাকা করার কথাও উল্লেখ প্রধানমন্ত্রী।
 
বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও সক্ষমতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, শ্রমিকদের সুযোগ দিলে তারা অনেক ভালো কিছু করতে পারে।
 
যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়াইন নারীর উন্নয়ন ও এমডিজি অর্জনে বাংলাদেশের সফলতার প্রশংসা করে বলেন, এমডিজি অর্জনে বাংলাদেশ তারকা।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে।
 
প্রতিযোগিতাপূর্ণ আর্ন্তজাতিক বাজারের জন্য বাংলাদেশি গার্মেন্ট শ্রমিকদের আরও বেশি প্রশিক্ষিত করার ওপর জোর দেন ডেসমন্ড।
 
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয় উপদেষ্টা গওহর রিজভীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।