ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান ছবি: দীপু/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৪ দেওয়া হয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক ক্যাটাগরিতে মোট ১৯ সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়।



তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শনিবার (আগস্ট ২৯) রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সাংবাদিকদের হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন ।

প্রিন্টে প্রথম হয়েছেন দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার তফাজ্জল হোসেন রুবেল, দ্বিতীয় জনকণ্ঠের কাওসার রহমান ও তৃতীয় বাংলাদেশ প্রতিদিনের রুহুল আমিন রাসেল।

টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার হিরজুন মিরা, দ্বিতীয় একাত্তর টিভির জাহিদুল ইসলাম মজুমদার ও তৃতীয় এসএ টিভির আহাদ হোসেন টুটুল।

অনুষ্ঠানে এদের প্রত্যেকের হাতে যথাক্রমে ২ লাখ, ১ লাখ ও ৭৫ হাজার টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রিন্টে পুরস্কার প্রাপ্ত অন্যরা হলেন, নয়াদিগন্তের হাবিবুল করিম, সমকালের অমিতোশ পাল, আলোকিত বাংলাদেশের জাহিদুল ইসলাম, বণিক বার্তার মহিউদ্দিন নিলয়, আমাদের সময়ের দুলাল হোসেন ও যুগান্তরের মামুন আব্দুল্লাহ।

টেলিভিশনে আরো পুরস্কার পান, যমুনা টিভির সুশান্ত সিনহা, এনটিভির হাসিব হাসান, সময় টিভির সানবীর রূপল, বাংলা ভিশনের জিয়াউল হক সবুজ, এটিএন বাংলার কেরামত উল্লাহ বিপ্লব, চ্যানেল নাইনের ফরহাদ হোসেন ও এটিএন নিউজের গোলাম কাদির রবু।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সাংবাদিকদের এ পুরস্কার দক্ষ ও সিনিয়র সাংবাদিকদের জরিপ প্যানেলের মাধ্যমে নির্ধারিত হয়। তাই এ পুরস্কারের প্রতি সবাইকে আস্থা রাখতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, রিহ্যাব তাদের কর্মকাণ্ড আজ শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও প্রসারিত করেছে। আশা করি, তাদের গৃহনির্মাণের ধারা দেশের প্রতিটি জেলায় সম্প্রসারিত হবে।

একইসঙ্গে রিহ্যাবকে স্বল্প আয়ের মানুষের জন্য কম মূল্যের ফ্ল্যাট নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে স্বল্প সুদে গৃহঋণ নিয়ে এগিয়ে আসতে হব।

আগামীতে নগরীতে পরিস্কার পরিচ্ছন্ন, সবুজ, সুপেয় পানির ব্যবস্থা, যানজট ও বস্তিমুক্ত গৃহনির্মাণে রিহ্যাবকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে রিহ্যাবের সহ সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।