ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘রাজশাহীকে অন্যতম শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
‘রাজশাহীকে অন্যতম শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীকে দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত ‘রেশম ও অন্যান্য শিল্পের সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



এফবিসিসিআই সভাপতি বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার এগিয়ে এসেছে। তাই এ শিল্পকে বাঁচানোর সুযোগ আমরা আবার ফিরে পেয়েছি। এখন রেশম শিল্পকে আমরা পাঁচ হাজার কোটি টাকার শিল্পে পরিণত করতে চাই।
       
তিনি বলেন, ইতিহাস ও ঐতিহ্যের বৃহত্তর রাজশাহী অঞ্চলে বিপুল সম্ভাবনা রয়েছে। রেশম চাষকে কেন্দ্র করে এ অঞ্চলে যে সম্ভাবনাময় শিল্প গড়ে উঠতে পারতো তা-ও নানা কারণে সম্ভব হয়ে ওঠেনি। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই শিল্পকে কেন্দ্র করে সরকারি সহযোগিতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অন্য শিল্পেরও প্রসার ঘটানো সম্ভব।

শিগগির রাজশাহী চেম্বারকে নিয়ে এফবিসিসিআই একটি যৌথ টাস্কফোর্স কমিটি গঠন করবে জানিয়ে তিনি বলেন, ঐতিহ্যবাহী রেশম শিল্পের সমস্যা, সম্ভাবনা ও বিপণনের কথা মাথায় রেখে এ টাস্কফোর্স কমিটি গঠন করা হবে। এছাড়াও এ শিল্পকে গোটা বিশ্বের কাছে উপস্থাপনের জন্য ফেডারেশনে একটি ডেস্ক করা হবে। এ ব্যাপারে আরো করণীয় নির্ধারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলবো।

রাজশাহী চেম্বার সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য রাখেন- বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, এফবিসিসিআই’র সহ সভাপতি মাহবুব আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল, এগ্রোনমি অ্যান্ড এগ্রিল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রেডরিক নুম্যান ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি নাজমুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এসএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।