ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভুটানের বাজারে ওয়ালটন পণ্যের বিশাল সম্ভাবনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
ভুটানের বাজারে ওয়ালটন পণ্যের বিশাল সম্ভাবনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভুটানের বাজারে ওয়ালটন পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মত দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পেমা চোডেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ থেকে ভুটানের বাজারে আরও বেশি ওয়ালটন পণ্য রফতানি হবে।

ওয়ালটন পণ্যের প্রতি তাদের ব্যাপক আকর্ষণের কথাও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত পেমা চোডেন ওয়ালটন কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন ও মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেছেন। রোববার (৩০ আগস্ট) তিনি কারখানা পরিদর্শনে যান।

এ সময় ওয়ালটনের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেন, বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোও সবকিছু নিজেরা তৈরি করে না। কিন্তু ওয়ালটন একই কমপ্লেক্সে সবকিছু তৈরি করছে, যা প্রশংসার দাবি রাখে।

পেমা চোডেন বলেন, ওয়ালটন কারখানা পরিদর্শন করে আমি অবাক হয়েছি। গত এক বছর ধরে আমি বাংলাদেশে থাকছি এবং এখানকার প্রত্যন্ত অঞ্চলেও ওয়ালটনের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করেছি। অতি অল্প সময়ের মধ্যে ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিকস পণ্যের সিংহভাগ বাজার দখল করে নিয়েছে, এটি সত্যি বিস্ময়ের ব্যাপার।

বন্ধুপ্রতিম দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুটান বাংলাদেশের খুব কাছের বন্ধু। বাংলাদেশের প্রতিটি প্রান্তে যে রকম ওয়ালটন পণ্য জনপ্রিয়, তেমনি ভুটানের বাজারেও ওয়ালটন জনপ্রিয় হতে পারে। আর এ জন্য ভুটানের ব্যবসায়ীরা আরও বেশি ওয়ালটন পণ্য নিতে আগ্রহী এমন কথাও জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত পেমা চোডেন গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে তার এসব অভিমত সাংবাদিকদের তুলে ধরেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম রেজাউল আলম, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, লে. কর্নেল (অব.) আব্দুল কাদের, কর্নেল (অব.) এস এম শাহাদাত আলম, বাংলাদেশে ভুটান দূতাবাসের ট্রেড কাউন্সিলর ইয়নটেন জিয়ামশু, ভুটানে ওয়ালটনের পরিবেশক স্টেট ট্রেডিং করপোরেশন অব ভুটান লিমিটেডের (এসটিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইয়েশি সেলডেন, বিজনেস ইউনিটের হেড তাশি পেমো এবং লিয়াজোঁ অফিসার।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।