ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা স্থানান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
ফেনীতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা স্থানান্তর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী শহরের বড় বাজার থেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা স্থানান্তর করে ট্রাংক রোডের রাবি শপিং কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ব্যাংকের কার্যালয়ে ফিতা কেটে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান রাশেদ এ চৌধুরী।



এছাড়া শহরের এসএসকে সড়কের করিম টাওয়ারে ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাশেম চৌধুরী, ডিএমডি ও গ্রুপ চিফ রিস্ক অফিসার মো. জাকির হোসেন, চট্টগ্রাম বিভাগীয় শাখাসমূহের প্রধান মো. খুরশিদ উল আলম।

কমিউনিকেশন ডিভিশনাল অফিসার সামিহা চৌধুরী ও শাখা ব্যবস্থাপক কাজী ছায়েদ মাহমুদ তারেকের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফেনী চেম্বারের সভাপতি আইনুল কবির শামীম, পরিচালক মো. রাশেদুল হক রাশেদ, জেলা ডায়াগনস্টিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুল মোতালেব, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খাঁন, আয়কর আইনজীবী ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

বাংলাদেশ  সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।