ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চান্দিনায় এক্সিম ব্যাংকের শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
চান্দিনায় এক্সিম ব্যাংকের শাখার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুরে এক্সিম ব্যাংকের ৯৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মো. আলী আশরাফ এমপি বলেন-এক্সিম ব্যাংক ইতোমধ্যেই দেশের ব্যাংকিং সেক্টরে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে। দোল্লাই নবাবপুরে ব্যবসা-বানিজ্য সম্প্রসারণে ভুমিকা রাখবে ব্যাংকটি। নবাবপুরের ব্যবসায়ীদের এক্সিম ব্যাংকের সঙ্গে ব্যাংকিং করার অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে হায়দার আলী মিয়া ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান, গ্রাহকবান্ধব বিনিয়োগ ও আমানত সেবাসমূহ সম্পর্কে আলোচনা করেন। সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদানসহ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পদক ও স্বীকৃতির বিষয় তুলে ধরে স্থানীয় ব্যবসায়ীদেরকে এক্সিম ব্যাংকের কল্যাণমুখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম সহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।