ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রপ্তানি বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ায়র আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য  মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) থেকে এ মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়।

 

ডলারের দাম বেড়ে যাওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা মাছ আমদানি করতে অনিহা প্রকাশ করছেন।

এ বন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ হয়ে গেলে প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার রপ্তানি আয় থেকে বঞ্চিত হবে দেশের ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের কাস্টমস্ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে জটিলতা দেখা দেওয়ায় রোববার (৫ সেপ্টেম্বর) থেকে মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বাংলানিউজকে জানান, ভারতীয় রুপির বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় সেদেশের ব্যবসায়ীরা নতুন মূল্য নির্ধারণের দাবি জানিয়ে মাছ আমদানি বন্ধ করে দেয়। তারা ডিডি ও নতুন কোনো এলসিও দিচ্ছে না, ফলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অনিশ্চিতা দেখা দিয়েছে।

এ বন্দর দিয়ে প্রতি কেজি মাছ আড়াই ডলারে ভারতে রপ্তানি হয়। ভারতীয়  ব্যবসায়ীরা ডলারের সঙ্গে সমন্বয় করে নতুনভাবে মাছের দর নির্ধারণ করতে চান।

কিন্তু লোকসানের কথা চিন্তা করে আমরা তাদের দাবি প্রত্যাক্ষাণ করেছি। তবে সংকট নিরসন করতে ভারতীয় ব্যবসায়ীরা আবারো আলোচনায় বসবে বলে জানিয়েছে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ডলারের দেশীয় ছোট-বড় মাছ ভারতের ত্রিপুরা রাজ্যসহ সাতটি পাহাড়ি রাজ্যে রপ্তানি হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।