ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নভো এয়ারে বিশেষ সুবিধা পাবেন রবির গ্রাহকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
নভো এয়ারে বিশেষ সুবিধা পাবেন রবির গ্রাহকরা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহকরা বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভো এয়ারে ভ্রমণে বিশেষ সেবা পাবেন।

রবি'র ধন্যবাদ প্রোগ্রামের আওতায় গ্রাহকরা আকর্ষণীয় এ সেবা উপভোগ করতে পারবেন।

১২ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অবস্থিত নভো এয়ারের ১৪টি সেলস সেন্টার থেকে এই ডিসকাউন্ট অফারটি নিতে পারবেন গ্রাহকরা।

রাজধানীর গুলশানে রবি’র কর্পোরেট অফিসে সোমবার (০৭ সেপ্টেম্বর) নভো এয়ারের সাথে এ সংক্রান্ত চুক্তিতে সই করে রবি।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন রবি’র লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাক'র জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম এবং নভো এয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহাইল মজিদ।

চুক্তির আওতায় রবি’র প্ল্যাটিনাম এইস এবং প্ল্যাটিনাম ক্যাটাগরির গ্রাহকরা নভো এয়ারের মূল ভাড়ার উপর ১০ শতাংশ ছাড় পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি।

একই সাথে নির্ধারিত লাগেজ সুবিধার বাইরে বাড়তি ৫ কেজি ব্যাগেজ বহনের সুবিধা পাবেন গ্রাহকরা। থাকবে অগ্রাধিকার ভিত্তিতে চেক ইনের সুযোগও।

এছাডা রবি'র ডায়মন্ড, গোল্ড এবং সিলভার ক্যাটাগরির গ্রাহকরা নভো এয়ারে যে কোন গন্তব্যে যেতে মূল ভাড়ার ওপর ১০ শতাংশ ছাড় পাবেন।

ধন্যবাদ প্রোগ্রামের আওতায় নিজেদের ক্যাটাগরি জানতে হলে CAT লিখে ১২১৩ নম্বরে এসএমএস করতে হবে রবির গ্রাহকদের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নভো এয়ারের ম্যানেজার ( মার্কেটিং অ্যান্ড সেলস) একেএম মাহফুজুল আলম ও সুপারভাইজার (মার্কেটিং) এএফএ রুবায়াত-উল-জান্নাত এবং রবির ম্যানেজার ( লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাক) ক্যাসপার রিচার্ড রয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।