ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়'

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
‘বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়' ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল।

সোমবার নেদারল্যান্ডসের দি হেগের হিলটন হোটেলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্সের ব্যবসায়ী প্রতিনিধি দলের সফর উপলক্ষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি নেটওয়ার্কিং সেমিনারে ডাচ উদ্যোক্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।



মঙ্গলবার নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত বেলাল ডাচ উদ্যোক্তাদের বলেন, উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি চীন ও ভারতের মাঝে অবস্থিত বাংলাদেশের রয়েছে অনন্য ভূ-কৌশলগত সুবিধা। এশিয়ার শতাব্দীর পথে বাংলাদেশের হাত ধরেই এগিয়ে যেতে হবে।

আঞ্চলিক বাজারের পাশাপাশি অভ্যন্তরীণ বাজার ও আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে বাংলাদেশের উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে উদার ব্যবসা ও বিনিয়োগ নীতি ও উন্নত বিশ্বে বাংলাদেশের পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার এদেশকে আকর্ষণীয় ব্যবসা-বিনিয়োগ গন্তব্যে পরিণত করেছে। সুতরাং এ সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময়।

সেমিনারে চামড়া, কৃষি ভিত্তিক শিল্প, কেমিক্যাল, তথ্য-প্রযুক্তি, জাহাজ-নির্মাণ, নির্মাণ শিল্প, শিপিং ইত্যাদি সহ বিভিন্ন সেক্টরের ডাচ উদ্যোক্তা ও গণ-মাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুই ভাগে বিভক্ত এ নেটওয়ার্কিং সেমিনারের প্রথম অংশে ছিল বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সেমিনার আর দ্বিতীয় অংশে ছিল দুই দেশের ব্যবসায়ীদের একান্ত বৈঠক। রাষ্ট্রদূত বেলাল সফরকারী ডাচ-বাংলা চেম্বার প্রতিনিধিদল ও উপস্থিত ডাচ ব্যবসায়ীদের স্বাগত জানান।

ডাচ-বাংলা চেম্বার সভাপতি মো. হাসান খালেদ সেদেশের উদ্যোক্তাদের সামনে বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টরসমূহ তুলে ধরেন এবং ২০১৬ সালের এপ্রিলে নেদারল্যান্ডসে একটি “বাংলাদেশ মেলা” আয়োজনের ঘোষনা দেন।

ডাচ-বাংলা চেম্বারের শাহরিয়ার তাহা বাংলাদেশের সমষ্টিক অর্থনৈতিক সূচকের ক্রমান্নতি পর্যালোচনা করে ব্যবসা-বিনিয়োগের সুবিধাজনক গন্তব্য হিসেবে বাংলাদেশকে তুলে ধরেন।

ডাচ-বাংলা চেম্বারের মোহাম্মদ মনোয়ার হোসেন এবং আমিনুর রশিদ যথাক্রমে কৃষি ও চামড়া সেক্টরে বাংলাদেশের সম্ভাবনা উপস্থাপন করেন।

ডাচ বাণিজ্য মন্ত্রণালয়ের নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির (আরভিও) প্রতিনিধি মিস. আ্যনেথ ওয়াইম্যান ব্যবসায়ী প্রতিনিধিদলের সাফল্য কামনা করে নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধিতে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগিতার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সফরকারী ডাচ-বাংলা চেম্বারের সদস্যরা ডাচ ব্যবসায়ীদের সঙ্গে একান্ত বৈঠকে বসেন। এসময় তারা সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। উপস্থিত ডাচ উদ্যোক্তারা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তাদের আশাবাদ ব্যক্ত করেন এবং এ সম্ভাবনা সদ্ব্যবহারের আগ্রহ প্রকাশ
করেন।

উল্লেখ্য, বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে ডাচ-বাংলা চেম্বারের প্রতিনিধিদল বেনেলাক্স দেশ সমূহ সফর করছেন। প্রতিনিধিদল ও ডাচ ব্যবসায়ীদের স্বাগত জানিয়ে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ হাউজে একটি রিসেপশন ও ডিনার পার্টির আয়োজন করা হয়। এতে ওয়াজেনারের মেয়র, টেক্সটাইল উৎপাদনকারী, আমদানিকারকদের সংগঠন মডিন্ট এর চেয়ারম্যান ও বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
জেপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।