ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মন্ত্রিসভা ক্রয় কমিটির নয় প্রস্তাব অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
মন্ত্রিসভা ক্রয় কমিটির নয় প্রস্তাব অনুমোদন

ঢাকা: সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিভিন্ন মন্ত্রনালয়ের নয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে দু’টি সংশোধনী প্রস্তাব রয়েছে।

এতে মোট ব্যয় হবে ২ হাজার ৭শ’ ১৪ কোটি টাকা।
 
বুধবার (৯ সেপ্টেম্বর) বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর সাংবাদিকদের একথা জানান। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত সচিব জানান, ‘বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্প’-এর আওতায় নকশা, পর্যবেক্ষণ পরামর্শক নিয়োগ দেওয়া হবে। এ কাজ পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘সিডিএফ স্পিড ইনকর্পোরেট’ ও দেশীয় প্রতিষ্ঠান ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট’। এতে ব্যয় হবে ১০২ কোটি ৩১ লাখ টাকা।

কাতার ও সৌদি আরব থেকে ২৫ হাজার মেট্রিক টন করে মোট ৫০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির দু’টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রো-কেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও সৌদি বেসিক ইন্ডস্ট্রিজ কর্পোরেশন’ থেকে সার আমদানিতে মোট ব্যয় হবে ১১১ কোটি ৯৯ লাখ টাকা।

চাঁদপুরের মতলবে ধনাগোদা নদীর ওপর মতলব সেতু নির্মাণ প্রকল্পের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ৫০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ের এ কাজটি পেয়েছে ‘রানা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড’।

খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় এলওসি’র অধীনে প্যাকেজ ডব্লিউডি-১: এমবাঙ্কমেন্ট নির্মাণ, ট্র্যাক, অল সিভিল ওয়ার্কস, মেজর অ্যান্ড মাইনর ব্রিজেস (রূপসা সেতু ছাড়া) অ্যান্ড কালভার্টস অ্যান্ড ইমপ্লিমেনটেশন অব ইএমপি কাজের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ইনকো ইন্টারন্যাশনাল লিমিটেড’ এ কাজটি পেয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ২৭৮ কোটি ৬৫ লাখ টাকা।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘কোস্টাল এমবাঙ্কমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ফেজ-১’-এর আওতায় পোল্ডার ৩২, ৩৩, ৩৫/১ ও ৩৫/৩-এর পুনর্বাসন, পুনর্নির্মাণ ও আধুনিকায়ন; আইডিএ ক্রেডিট নং -৫২৮০-বিডি অ্যান্ড পিপিসিএর গ্র্যান্ট নং টিএফ-০১৪৭১৩ (প্যাকেজ নং সিইআইপি-১/ ডব্লিউ-০১)-এর দরপত্র মূল্যায়ন প্রতিবেদনের অনুমোদন দেওয়া হয়েছে। চীনা প্রতিষ্ঠান ‘ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ব্যুরো ইনল্যান্ড ওয়াটার কনসালটেটিভ’ এ কাজটি পেয়েছে। এতে ব্যয় হবে ৬৯৬ কোটি ৯১ লাখ টাকা।

রাষ্ট্রীয় চুক্তির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বাল্ক এমওপি সারের রিসিভার্স ও পরিবহন ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে ইতোপূর্বে অনুমোদিত গড় দরের পরিবর্তে গুদামভিত্তিক স্বতন্ত্র পরিবহন দর অনুযায়ী প্রকৃত পরিবহন খরচের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪০৪ কোটি ৭৪ লাখ টাকা।

‘বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্প’-এর আওতায় ডিজাইন ও সুপারভিশন পরামর্শক (প্যাকেজ নং ডি-৩.২/এসডি-১) নিয়োগ দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘সিডিএফ স্পিড ইনকর্পোরেট’ ও দেশীয় প্রতিষ্ঠান ‘ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট। এতে ব্যয় হবে ১০২ কোটি ৩১ লাখ টাকা।

সংশোধনী প্রস্তাব দু’টির একটি হচ্ছে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ উৎক্ষেপনের প্রস্তুতিমূলক প্রকল্পের বৈদেশিক পরামর্শক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল’-কে আগের কাজের ধারাবাহিকতায় বর্ধিত মেয়াদে ও বর্ধিত সেবার জন্য সংশোধিত চুক্তি স্বাক্ষরের অনুমোদন। সংশোধিত চুক্তি অনুযায়ী এ কাজে মোট ব্যয় হবে ১৩৩ কোটি ৭২ লাখ টাকা। মূল প্রস্তাবে ব্যয় ধরা হয়েছিল ৭১ কোটি ৯৮ লাখ টাকা। এ কাজের সময়সীমা ২০১৮ সালের ২৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

‘পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২’-এর দ্বিতীয় সংশোধিত কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট: প্রকিউরমেন্ট, কোর কম্পেটেন্স প্রোগ্রাম (প্যাকেজ নং এস-৩-এ)’ শীর্ষক চুক্তির ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় বাড়বে ৬ কোটি ৩৫ লাখ টাকা এবং মোট ব্যয় হবে ২৬ কোটি ২৩ লাখ টাকা।

এছাড়াও আর্ন্তজাতিক কোটেশনের মাধ্যমে প্যাকেজ ০১ এর আওতায় ৫০ হাজার টন গম ক্রয় ও ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের প্রস্তাব বাতিল করেছে ক্রয় কমিটি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।