ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘প্রাণ আপ’ খেয়ে থাইল্যান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
‘প্রাণ আপ’ খেয়ে থাইল্যান্ড ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘প্রাণ আপ লাভ ইন থাইল্যান্ড’ নামে একটি অফার চালু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের কোমল পানীয় ‘প্রাণ আপ’।
 
বৃহস্পতিবার দুপুরে (১০ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডায় প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাণ বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিইও) মো. আনিসুর রহমান অফারটির উদ্বোধন করেন।


 
সংবাদ সম্মেলনে প্রাণ বেভারেজ লিমিটেড’র হেড অব মার্কেটিং মো. আতিকুর রহমান বলেন, প্রাণ আপ খেয়ে লেবেল ঘষে আকর্ষণীয় সুযোগ থাকছে থাইল্যান্ড ভ্রমণের। সর্বোচ্চ দশজন সৌভাগ্যবান থাইল্যান্ড যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া মেগা গিফট হিসেবে থাকছে এলইডি টিভি, মোবাইল ফোন, নগদ টাকা, টি শার্টসহ অসংখ্য পুরস্কার।
 
তিনি বলেন, প্রাণ আপ’র ২৫০ ও পাঁচশ’ মিলিলিটার এবং ১ ও ২ লিটার বোতলের লেবেলের নির্দিষ্ট স্থানে ঘষে ক্রেতারা এ অফারে অংশ নিতে পারবেন। ২৫০ মিলিতে সর্বনিম্ন ক্যান্ডি, পাঁচশ’ মিলিতে ঝালমুড়ি, ১ লিটারে প্রাণ বিস্কুট ও ২ লিটারে সর্বনিম্ন ঝাল চানাচুর পাওয়া যাবে।
 
প্রাণ আপে এটাই বড় অফার জানিয়ে মো. আতিকুর রহমান বলেন, প্রাণ আপ দেশের কোমল পানীয়ের মধ্যে দ্বিতীয়। প্রাণ দেশের সীমান ছাড়িয়ে বিশ্বের প্রায় ১০টি দেশে রপ্তানি হচ্ছে। বিদেশি কোম্পানির পণ্য যখন বাংলাদেশ সয়লাব করছে তখন প্রাণ দেশিয় পণ্য কিনতে মানুষকে উদ্বুদ্ধ করছে। এরই অংশ হিসেবে এ অফার।
 
সিইও মো. আনিসুর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য ভোক্তাকে (ক্রেতাকে) কিছু দেওয়া। তারা কিছু না পেলে ব্র্যান্ডের দিকে ধাবিত হবে না। দোকানদারকে আমরা অনেক লাভ দিই, কিন্তু কনজ্যুমাররাই আমাদের কিং। তাদের অতিরিক্ত কিছু দিতেই আমাদের এ অফার। প্রাণ আপ খেলে প্রাণেরই কিছু অতিরিক্ত গিফট (পুরস্কার) পাবেন ক্রেতা। মানুষ ভ্রমণে থাইল্যান্ড যেতে ভালোবাসে বলে এটা প্রথম পুরস্কার রেখেছি আমরা।
 
তিনি আরও বলেন, অনেকে অফার দিয়ে গিফট দেয় না। কিন্তু প্রাণ মানুষকে যে ওয়াদা দেয় তা রাখে। প্রাণ আপ’র সেলফ ও ব্র্যান্ডের গ্রোথ রয়েছে। গিফট না দেওয়ার কিছুই নেই। গত একমাস আগ থেকে বাজারে অফারটি চালু হয়েছে। আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আরও ২ মাস চলবে।
 
স্টক থাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। ক্রেতাদের সাড়া পেলে গিফটের সময় আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
 সংবাদ সম্মেলনে প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।