ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় পপুলার লাইফের নিজস্ব ভবন উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
খুলনায় পপুলার লাইফের নিজস্ব ভবন উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় নিজস্ব ভবন উদ্বোধন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় মহানগরীর সোনাডাঙ্গায় বি-১১ মজিদ সরণিতে সাততলা এ ভবনের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।



প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আলী বলেন, বেসরকারি মালিকানাধীন বিমা কোম্পানিগুলোর মধ্যে পপুলার লাইফ ইন্সুরেন্স অন্যতম। প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিমা কোম্পানি দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ অবদান রেখে আসছে। যে কারণে গ্রাহকদের কাছে আস্থা আর্জন করতে সক্ষম হয়েছে।
 
অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক সচিব সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন। বক্তব্য রাখেন পপুলার লাইফের ইসলামী ডিসিএস প্রকপ্লের প্রকল্প ইনচার্জ মাসুদ রানাসহ প্রকল্প পরিচালক ও প্রকল্প ইনচার্জরা।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানি ও দেশের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন পপুলার লাইফের ইসলামী বিমা তাকাফুল প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যক্ষ মুফতি মো. দিদারুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন পপুলার লাইফের একক বিমা প্রকপ্লের অতিরিক্ত প্রকল্প পরিচালক আরিফুর রহমান বিপ্লব।   পরে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।