ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদ-উল আযহা

অনলাইন ফ্যাশন শপিং মেলা শুরু সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
অনলাইন ফ্যাশন শপিং মেলা শুরু সোমবার

ঢাকা: জনপ্রিয় অনলাইন ব্যবসাকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তাদের তৈরি ফ্যাশন পণ্য নিয়ে দু’দিনব্যাপী অনলাইন শপিং মেলা শুরু হচ্ছে সোমবার (১৪ সেপ্টেম্বর)। চলবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত।



ঈদ-উল-আযহা উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে এ মেলার আয়োজন করেছে অ্যাডভার্টাইজিং এজেন্সি ফ্লেয়ার।

রোববার ( ১৩ সেপ্টেম্বর) এজেন্সিটির সূত্রে এ তথ্য জানা গেছে।

মেলায় মোট ৩১টি স্টল থাকবে। যার মধ্যে বেশিরভাগই থাকবে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের তৈরি ফ্যাশন পণ্য।

মেলায় শাড়ি, সালোয়ার-কামিজ, জুয়েলারি, লেডিস পাঞ্জাবি, সুতি ও ব্লক প্রিন্টের থ্রি-পিস, শো-পিসসহ নারীদের নিত্যব্যবহার্য পণ্য।

মেলায় অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি পণ্য ছাড়াও ফ্যাশনের নানা অনুষঙ্গ পণ্য দিয়ে সাজাবেন তাদের স্টল।

আয়োজক প্রতিষ্ঠান জানায়, অনলাইনে ব্যবসার জন্য প্রয়োজন ইচ্ছা, পুঁজি ও ধৈর্য। কারণ, অনলাইন ব্যবসায় নির্ধারিত কোনো সময় নেই।

ঈদ উপলক্ষে ক্রম প্রসারমান অনলাইন ব্যবসা কার্যক্রমের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোই মেলার মূল উদ্দেশ্য।  

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসই/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।