ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংক’র ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ন্যাশনাল ব্যাংক’র ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে এ সভা অনুষ্ঠিত হয়।


 
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান জয়নুল হক সিকদার। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদের ২০১৪ সালের হিসাবের ভিত্তিতে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা অনুমোদন করা হয়।

সভায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, পারভীন হক সিকদার, খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, রণ হক সিকদার ও মাবরুর হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মাহবুবুর রহমান খান ও এ কে এম এনামুল হক শামীম, সিকদার ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মমতাজুল হক, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. বদিউল আলম, কোম্পানি সচিব অরুণ কুমার হালদারসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভাপতির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, বিশ্ব বাণিজ্যে মন্দাভাব, রাজনৈতিক অস্থিরতার জন্য দেশের বিরুপ অর্থনীতি, পুঁজিবাজারে বিদ্যমান সংকট, সুদ ব্যয় বৃদ্ধি ও ঋণের বিপরীতে প্রভিশন বৃদ্ধির কারণে ২০১৪ সালে ব্যাংকিং সেক্টরে আশানুরূপ মুনাফা হয়নি।

তিনি বলেন, আগামীতে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ব্যাংকের সব কার্যক্রম গতিশীল এবং শক্তিশালী করে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে পর্যাপ্ত ডিভিডেন্ড প্রদানে আমরা বদ্ধপরিকর।

সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম ও আবদুল হামিদ মিয়া, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহসহ বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।