ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন

সিলেট: ‘সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ স্লোগানে সিলেটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।



উদ্বোধনী অনুষ্ঠানে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, আয়কর দেশের উন্নয়নের জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। আসুন, আমরা সবাই মিলে কর প্রদান করি, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করি।

আয়ের অপ্রদর্শিত টাকা থেকেও কর দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাতারে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।  

তিনি আরো বলেন, দেশের সিংহভাগ রেমিটেন্স প্রবাসী অধ্যূষিত সিলেটিদের। তাদের রেমিটেন্সের টাকা সারা দেশের উন্নয়নে কাজে লাগে।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম কর কমিশনার জাকির হোসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজস্ব বোর্ডের (কর, আপিল, অব্যাহতি) কালিপদ হালদার, মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী।

উপস্থিত ছিলেন উপ কর কমিশনার শান্তনু কুমার সিংহ, সহকারী কর কমিশনার আইয়ুব আলী, অমিত কুমার, কাজল বাবু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কর কর্মচারী জাহেদুর রহমান।

সপ্তাহব্যাপী আয়কর মেলায় ২০টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি অভ্যর্থনা কক্ষ ছাড়াও রয়েছে ৩টি ইটিআইএন রেজিস্ট্রেশন বুথ, ১টি তথ্য বুথ, জনতা, সোনালী ব্যাংকের একটি করে বুথ এবং রিটার্ন গ্রহণ বুথ রয়েছে ৮টি। পাশাপাশি একটি মেডিকেল ও মহিলাদের জন্য রিটার্ন গ্রহণের পৃথক বুথ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এনইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।