ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফরিদপুরে চলছে চার দিনব্যাপী আয়কর মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ফরিদপুরে চলছে চার দিনব্যাপী আয়কর মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ মেলার আয়োজন করেছে জেলা রাজস্ব বোর্ড ঢাকা।


  
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান মেলার উদ্বোধন করেন।
  
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আব্দুর রহমান বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণের প্রধান উৎস হলো কর। এজন্য দেশের অর্থনীতির গতি সচল রাখতে হলে প্রত্যেক সক্ষম নাগরিককে কর দিতে হবে।
  
তিনি বলেন, বিশ্বব্যাংক পদ্মাসেতু নির্মাণে টাকা দিতে চেয়েছিল। কিন্ত রাজনৈতিক কারণে এবং কল্পনাবিলাসী একটি অজুহাত সৃষ্টি করে বিশ্বব্যাংক তাদের প্রস্তাব ফিরিয়ে নেয়। তাদের দেখাদেখি অন্য দাতা দেশ ও সংস্থাগুলোও পিছু হটে যায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার পদ্মাসেতু নির্মাণ আমরা নিজেদের টাকায় শুরু করেছি।

আব্দুর রহমান বলেন, জনগণের টাকায় বর্তমান সরকার পদ্মাসেতু নির্মাণে হাত দিয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ২০১৮ সালের মধ্যে এ সেতুর নির্মাণ কাজ শেষ হবে।

তিনি বলেন, এক সময় যারা আমাদের তলাবিহীন ঝুঁড়ি বলতো, তারা আজ আমাদের মধ্যে অপার সম্ভাবনা দেখতে পাচ্ছে, এটিই বাংলাদেশের সাফল্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার জিনাত আরা। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মো. আব্দুস সামাদ, আয়কর আইনজীবী সমিতির সভাপতি রবীন্দ্রনাথ সাহা, ফরিদপুর চকবাজার বণিক সমিতির সভাপতি জয় গোবিন্দ সাহা, ব্যবসায়ী দিন মোহাম্মদ দিনু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সহকারী কমিশনার সাজ্জাদ চৌধুরী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এ মেলা শেষ হবে। মেলা প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।