ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতক্ষীরায় আয়কর মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
সাতক্ষীরায় আয়কর মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় চার দিনব্যাপী আয়কর মেলা-১৫ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।



জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৩ আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কর কমিশনার উজ্জ্বল কুমার সরদার।

বিশেষ অতিথির রাখেন সাতক্ষীরা পৌর মেয়র এমএ জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক প্রমুখ।

মেলায় ৬টি স্টলে আয়কর প্রদানে অনলাইন সেবা, বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে তথ্য প্রদান এবং সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক সরাসরি আয়কর গ্রহণ করছে। মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।