ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কিশোরগঞ্জে আয়কর মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
কিশোরগঞ্জে আয়কর মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশে সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা আয়কর কার্যালয়ে মেলার উদ্বোধন করেন কর কমিশনার হারুন অর রশিদ।

কিশোরগঞ্জের তিনটি কর অঞ্চলের করদাতারা মেলায় অংশ নেন।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এতে করদাতাদের উৎসাহিত করতে এবং হয়রানি বন্ধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এবছর ৬৬ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৩৬ কোটি টাকা। মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।