ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইন লাইভে জাতীয় আয়কর মেলা

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
অনলাইন লাইভে জাতীয় আয়কর মেলা ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় আয়কর মেলায় তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে। গ্রাহকদের কথা মাথায় রেখে মেলায় অল্প সময়ে করসেবা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সেই সঙ্গে এ মেলা অনলাইনে সরাসরি সম্প্রচারেরও ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে সরাসরি দেখানো হচ্ছে মেলার আদ্যোপান্ত। এর ফলে দেশে ও দেশের বাইরে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এখন www.nbr.gov.bd ও http://www.webtvnext.com/ ঠিকানায় প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত হচ্ছে জাতীয় আয়কর মেলা।
 
মেলায় আগত অনেকেই জানিয়েছেন, লাইভ দেখেই তারা এসেছেন। এমনই একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবিন হোসেন। উত্তরার বাসিন্দা রবিন হোসেনের বাবা দেশের বাইরে থাকেন। মায়ের আয়কর বিবরণী জমা দিতে মেলায় আসেন তিনি।
 
রবিন বলেন, কখনো কর বিবরণী জমা দেইনি। কিভাবে, কোথায় জমা দিতে হবে জানি না। এনবিআর’র ওয়েবসাইটে গত তিনদিন লাইভ দেখে মেলায় আসলাম।
 
রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক আলী হোসেন শিপন। প্রথম ই-টিআইএন নিবন্ধন করতে এসেছেন। তিনিও অনলাইন লাইভ দেখেই মেলায় এসেছেন।
 
শিপন জানান, এনবিআর মেলায় কি ধরনের সেবা দিচ্ছে, তা লাইভে দেখানো হচ্ছে। এই লাইভ দেখেই সরাসরি ১নং তাঁবুতে ই-টিআইএন বুথে এসেছি।
 
মেলার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, মেলায় দ্রুত সেবা দেওয়া হচ্ছে। যারা মেলায় আসছে না, তারা সরাসরি দেখতে পাচ্ছেন। প্রবাসে থাকায় অনেকেই মেলায় আসতে পারছেন না। কিন্তু তারা এসব সেবা নিতে আগ্রহী। এ লাইভের মাধ্যমে দেশ-বিদেশে অনেকেই উদ্ধুদ্ধ হচ্ছেন। মেলায় সেবা গ্রহণকারী করদাতাদের প্রবেশ, সেবা গ্রহণের ধরন, সেবা গ্রহণের পর সন্তুষ্টি, কিভাবে সেবা দেওয়া হচ্ছে সব সরাসরি দেখানো হচ্ছে লাইভে।

লাইভের দায়িত্বে থাকা ওয়েবটিভিনেক্সট.কম’র সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ ইউসুফ সরকার রাজা বলেন, ২০১০ সাল থেকে জাতীয় আয়কর মেলা অনলাইনে দেখানো হচ্ছে। মেলার তাঁবুতে দু’টি ও অফিসার্স ক্লাবের নিচতলায় একটিসহ মোট তিনটি বড় ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমেই সরাসরি সেবা গ্রহণ দেখানো হচ্ছে।
 
১০-১২ জন কর্মী সার্বক্ষণিক তদারকি করছেন জানিয়ে রাজা বলেন, সরাসরি দেখে অনেক করদাতা আগ্রহী হয়ে মেলায় আসছেন বলে জানতে পেরেছি।
 
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আরইউ/আরএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।