ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকে ‘ক্যাশ ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ন্যাশনাল ব্যাংকে ‘ক্যাশ ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ কোর্স ছবি : সংগৃহীত

ঢাকা: ন্যাশনাল ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাশ ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ কোর্স।

সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে ক্যাশ অফিসারদের অংশগ্রহণে পাঁচদিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।



ব্যাংকের ৩৪জন ক্যাশ অফিসারের অংশগ্রহণে কোর্সটি সম্পন্ন হয়। কোর্স শেষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বদিউল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ঊর্ধ্বতন অনুষদ সদস্য হরি নারায়ন দাশ ও ফারজানা হক।

ন্যাশনাল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হামীদ সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
পিআর/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।