ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈশ্বরদীতে সাউথ ইস্ট ব্যাংকের ১১৫তম শাখা উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ঈশ্বরদীতে সাউথ ইস্ট ব্যাংকের ১১৫তম শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় সাউথ ইস্ট ব্যাংকের ১১৫তম শাখা উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে আদিব-রানা প্লাজায় এ শাখা উদ্বোধন করা হয়।



এ উপলক্ষে আয়োজিত সুধী ও গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মুহাম্মদ শাহজাহান।

এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এসএ ভিপি লেফটেন্যান্ট কমোডর (অব.) ওয়ারেস-উল-মতিন।

এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ঈশ্বরদী শাখার হেড অব ব্রাঞ্চ মোহাম্মদ আরিফুল হুদা।

এসময় আরো বক্তব্য রাখেন-সিনিযর প্রিন্সিপাল অফিসার এ কে এম সুমন, প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন আহমেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন মল্লিক, আবু বাসার সিদ্দিক, মাহবুব আলম পিংকু, আবু মুসা দুলাল, আসলাম উদ্দিন, মাজদার হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।