ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেলার পঞ্চম দিন ২৪১ কোটি টাকা আয়কর আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
মেলার পঞ্চম দিন ২৪১ কোটি টাকা আয়কর আদায় ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় আয়কর মেলা-২০১৫ এর পঞ্চম দিন রোববার (২০ সেপ্টেম্বর) সারাদেশে ২৪১ কোটি ৭৬ লাখ টাকা আয়কর আদায় হয়েছে।
 
এছাড়া ১ লাখ ৮ হাজার করদাতাকে সেবা ও ২০ হাজার ৯৮৮ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল (আয়কর বিবরণী) করেছেন।


 
পাঁচদিনে ঢাকাসহ সারাদেশে মোট আয়কর আদায় হয়েছে ১ হাজার ৩৩৮ কোটি ৩৭ লাখ টাকা।
 
জাতীয় রাজস্ব বোর্ড’র (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এনবিআর আয়োজিত সপ্তাহব্যাপী (১৬-২২ সেপ্টেম্বর) জাতীয় আয়কর মেলার রোববার (২০ সেপ্টেম্বর) পঞ্চম দিন।
 
ঢাকাসহ সাতটি বিভাগ, ৫১টি জেলা ও ১৬টি উপজেলায় (৬টি ভ্রাম্যমাণ) আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।
 
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলছে। আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মেলা শেষ হবে।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ প্রতিপাদ্য ও ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ স্লোগানে এবার পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস।
 
মেলায় কর বিবরণী দাখিল, আয়কর প্রদান, ই-টিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধন, কর সেবা গ্রহণ বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।