ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আলমগীর মতি এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির নতুন চেয়ারম্যান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আলমগীর মতি এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির নতুন চেয়ারম্যান ডা. আলমগীর মতি

ঢাকা: মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান লায়ন ডা. আলমগীর মতিকে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) হারবাল ও ইউনানী ওষুধ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছেন। তাকে ২০১৫-১৬, ২০১৬-১৭ মেয়াদের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।



সোমবার এফবিসিসিআই’র সেক্রেটারি জেনারেল মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বিষয়টি জানানো হয়।

এর আগেও তিনি সংগঠনটির ওষুধ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।