ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চীন থেকে ফিরলেন হুয়াই সিডস ফর দ্য ফিউচার বিজয়ীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
চীন থেকে ফিরলেন হুয়াই সিডস ফর দ্য ফিউচার বিজয়ীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দু’সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচী শেষে সম্প্রতি দেশে ফিরেছেন হুয়াই সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতার বিজয়ীরা।

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নয়জন বিজয়ী গত ৫ থেকে ১৯ সেপ্টেম্বর চীনে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।



চীনে অবস্থানকালে শিক্ষার্থীরা বিভিন্ন নলেজ শেয়ারিং এবং শিক্ষামূলক সেশনে অংশগ্রহণ করেন।

প্রথমে তারা বেইজিং ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটিতে ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

দ্বিতীয় সপ্তাহে শিক্ষার্থীরা শেনজেনে অবস্থিত হুয়াইর প্রধান কার্যালয়ে সবশেষ আইসিটি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করেন।

নলেজ শেয়ারিং এবং শিক্ষামূলক সেশনে অংশগ্রণের পর শিক্ষার্থীদের একটি পরীক্ষা নেওয়া হয়। যার মাধ্যমে চীনে প্রশিক্ষণকালে অর্জিত জ্ঞানের পরীক্ষা হয় এবং তাদেরকে একটি সম্মাননামূলক সনদ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিঅর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।