ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ওরিয়েন্টেশন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ইসলামী ব্যাংক কর্মকর্তাদের ওরিয়েন্টেশন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নবনিযুক্ত কর্মকর্তাদের যোগদান উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নান।

তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামের সুষম বন্টন নীতি বাস্তবায়ন তথা সমাজের সার্বিক কল্যাণের জন্য কাজ করছে ইসলামী ব্যাংক।

গত ৩২ বছর ধরে এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি দৃঢ়ভাবে লালন করার মাধ্যমে জনগণের ব্যাপক আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।

মান্নান বলেন, ব্যাংকের সম্মান ও স্বীকৃতি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃতি লাভ করেছে। তারুণ্যকে কাজে লাগিয়ে পেশাদারিত্বের জ্ঞানার্জনের মাধ্যমে সমাজে অবদান রাখতে হবে। তিনি ইসলামী ব্যাংকের কর্মী হিসেবে সকলকে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতিনিধিত্ব করার আহবান জানান।

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর মহাপরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, রফি আহমেদ বেগ ও আবদুস সাদেক ভূইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মানব সম্পদ বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ইয়ানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসই/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।