ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেরপুরে ঢাকা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
শেরপুরে ঢাকা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ব্যাংকের ৮৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।
 
রোববার (৪ অক্টোবর) দুপুরে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


 
এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এটিএম হায়েতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন, মোহাম্মদ হানিফ, আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপ-ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, বগুড়া নাজ গার্ডেনের সত্ত্বাধিকারী মোহাম্মদ শোকরানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি’র আহ্বায়ক জানে আলম খোকা, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস কুদু, সেমি অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম সরকার, উত্তরা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল কাদের, ব্যাংকের শাখা ব্যবস্থাপক আসিফ ইমরান, জনসংযোগ কর্মকর্তা খন্দকার আনোয়ার এহতেশাম প্রমূখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।