ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
আল-আরাফাহ ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা: আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন কর্মকর্তাদের নিয়ে ‘ইনডাকশন কোর্স ফর নিউলি রিক্রুটেড অফিসার্স’ শীর্ষক সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

রোববার (০৩ অক্টোবর) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ ১ অক্টোবর শুরু হয়েছে।

ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এ কোর্সের ‍উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোফাজ্জেল হোসেন।

ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যক্ষ নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. মাজহারুল ইসলাম এবং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।