ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তঃব্যাংক লেনদেন চালুর তারিখ পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
আন্তঃব্যাংক লেনদেন চালুর তারিখ পরিবর্তন

ঢাকা: আন্তঃব্যাংক লেনদেন তাৎক্ষণিক সম্পন্ন করতে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) নামের প্রযুক্তিগত সেবা চালুর পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে।

আগামী ২২ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করে‍ (৪ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।



প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেশ কিছু ব্যাংক সিস্টেম ইন্টিগ্রেশন টেস্টিংসহ বিভিন্ন টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন না করায় আরটিজিএস বাস্তবায়নে আরও সময় প্রয়োজন। এজন্য প্রযুক্তিগত এই সেবা চালুর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এজন্য যেসব ব্যাংক এখনও প্রয়োজনীয় প্রস্ততি সম্পন্ন করতে পারেনি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নিদের্শ দেওয়া হয়েছে।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ৮ অক্টোবর থেকে আরটিজিএস পদ্ধতি  চালু হওয়ার কথা ছিল।

বাংলাদেশ ব্যাংক বলছে, আরটিজিএস ব্যবস্থা চালু হলে দেশে আন্তঃব্যাংক লেনদেনে নতুন মাত্রা সংযোজিত হবে। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ লেনদেন কমবে। গ্রাহকদের সর্বোত্তম সেওবা দেওয়া সম্ভব হবে। স্থানীয় মুদ্রায় লেনদেনের পাশাপাশি এ ব্যবস্থায় দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার লেনদেনসমূহ সম্পন্ন করা যাবে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসই/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।