ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভুটানের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
ভুটানের সঙ্গে দ্বৈত কর পরিহার চুক্তি হচ্ছে

ঢাকা: ভুটান ও বাংলাদেশের মধ্যে রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও দ্বৈত করারোপ পরিহার চুক্তি (ডিটিএএ) সম্পন্ন হচ্ছে।
 
ভুটানের রাজধানী থিম্পুতে চার দিনব্যাপী (১২-১৫ অক্টোবর) চুক্তি সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে।

আলোচনা শেষে শিগগিরই চুক্তি সম্পন্ন হবে।
 
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নিয়েছেন।
 
সোমবার (১২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
এর আগে সার্কভুক্ত দেশের মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলংকার সাথে বাংলাদেশের এ চুক্তি সম্পন্ন হয়েছে। আধুনিক বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধে এর আগে বাংলাদেশের সাথে ৩২টি দেশের এ চুক্তি কার্যকর হয়েছে।
 
এর মধ্যে এশিয়ার ১৫টি, ইউরোপের ১৪টি, আফ্রিকার ১টি ও উত্তর আমেরিকার ২টি দেশ রয়েছে। এছাড়া ২৯টি দেশের সাথে এ চুক্তি চলমান রয়েছে।
 
মরক্কো, বাহরাইন, কাতার ও কুয়েতের সাথে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজারবাইজান, কিরগিজস্তান, স্পেন, পর্তুগাল, মিশর, রাশিয়া, ইরান ও হংকংয়ের সঙ্গে চুক্তি বিষয়ে প্রথম দফা আলোচনা হয়েছে।
 
আলজেরিয়া, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ইথিওপিয়া, ফিনল্যান্ড, গ্রিস, জর্ডান, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, নেপাল, নাইজেরিয়া, ওমান, ইউক্রেন, সিসিলিস, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তানের সঙ্গে চুক্তি বিষয়ে যোগাযোগ চলছে।
 
এ চুক্তির ফলে দেশসমূহের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, পারস্পরিক অথনৈতিক সম্পর্ক উন্নয়ন ও কর ফাঁকি রোধ হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আরইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।