ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১ কোটি টাকা অনুদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১ কোটি টাকা অনুদান ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন’ এ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার গণভবনে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)।

ওই অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে আজাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ব্যাংকের পক্ষ থেকে ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

অন্যান্যদের মধ্যে এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ এবং বিএবি‘র চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।

ব্যাংকের ভিপি অ্যান্ড হেড অব পিআরডি মো. সামছুদ্দোহা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।