ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চরফ্যাশনে মধুমতি ব্যাংকের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
চরফ্যাশনে মধুমতি ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় মধুমতি ব্যাংকের ১৪তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ মার্কেটে ব্যাংকের উদ্বোধন করেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।



মধুমতি ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মধুমতি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি, ডিরেক্টর সালাউদ্দিন আলমগীর, চেয়ারম্যান (রিস্ক ম্যানেজমেন্ট) মোস্তফা কামাল, সিইও মিজানুর রহমান, চিত্রনায়ক আলমগীর ও অভিনেত্রী শমী কায়সার প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।

এরআগে ৩টি হেলিকপ্টারযোগে অতিথিরা চরফ্যাশনের ডিবি স্কুল মাঠে অবতরণ করেন। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ফ্যাশন স্কয়ারে সাংস্কৃতিক সংগঠন মালঞ্চ নাট্যম, শ্রাবনী খেলাঘর আসর ও দেশ থিয়েটারের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।