ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।

এর পর তিনি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জনতা ব্যাংকের সিএসআর-এর আর্থিক সহায়তার চেক তুলে দেবেন।

গর্ভনরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান প্রমুখ।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গোপালগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।

ড. আতিউর রহমান সন্ধ্যা ৬টা ১০ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে গোপালগঞ্জের পথে রওনা হন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি জানান, গভর্নর গোপালগঞ্জে পৌঁছে জেলা সার্কিট হাউজে রাত্রিযাপন করেন। রাতেই তিনি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কৃষি ও শিল্প ঋণ, সিএসআর কার্যক্রম, জেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

শনিবার বিকেলে ড. আতিউর রহমানের ঢাকা ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসই/এইচএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।