ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংক গভর্নরকে শাহ্জালাল ব্যাংকের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
বাংলাদেশ ব্যাংক গভর্নরকে শাহ্জালাল ব্যাংকের অভিনন্দন

ঢাকা: এশিয়া অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংক সমূহের গভর্নরদের মধ্যে শ্রেষ্ঠ গভর্নর নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।

গত ১৫ অক্টোবর  বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান তিনি।



এ সময় অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এসইভিপি ও ব্যাংকিং অপারেশনস এবং আন্তর্জাতিক বিভাগ (আইডি) এর প্রধান মো. আখতার হোসেন, এসইভিপি ও হেড অব এইচআরডি মো. নাজিমউদ্দৌলা এবং ভিপি ও জনসংযোগ বিভাগের প্রধান মো. সামছুদ্দোহা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
আরআই




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।