ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকারি কর্মকর্তাদের বেতন নির্ধারণে জাতীয় পরিচয়পত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

ঢাকা: নতুন স্কেলে সরকারি কর্মকর্তাদের বেতন নির্ধারণে পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
 
সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়েছে।


 
এতে বলা হয়, নতুন বেতন স্কেলের আদেশ গেজেট আকারে প্রকাশের পর সরকারি কর্মকর্তাদের বেতন নির্ধারণ একটি দীর্ঘ, শ্রমসাধ্য ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। তাই আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে দ্রুত গেজেট প্রকাশ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য সরকারি কর্মকর্তাদের ইন্টারনেট ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইটে ব্রাউজ করে নিজের বেতন নির্ধারণের জন্য নির্দিষ্ট ছক নিজেকেই পূরণ করতে হবে।
 
এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও নির্বাচন কমিশনের দেওয়া জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের নিবন্ধন করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে পরিপত্রে।
 
পরিপত্রে আরও জানানো হয়, যাদের জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ, নামের বানান ও অন্যান্য তথ্য চাকরির রেকর্ড থেকে ভিন্ন, তাদের বেতন নির্ধারণের আগে নিজ উদ্যোগে আবশ্যিকভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে নিতে হবে।
 
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমআইএস/এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।