ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রোববার পঞ্চগড় যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
রোববার পঞ্চগড় যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

পঞ্চগড়: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান রোববার (২৫ অক্টোবর) পঞ্চগড় জেলার বিলুপ্ত ছিটমহল এলাকা পরিদর্শন করবেন।

এ সময় তিনি অধুনালুপ্ত ছিটমহলের নতুন বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও তাদের আর্থিক সহায়তা করবেন।



বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে জানানো হয়, রোববার সকাল ১০টায় দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরে অধুনালুপ্ত দহলা খাগড়াবাড়ি ছিটমহলের নতুন বাংলাদেশিদের জীবন-যাপনসহ তাদের আর্থ-সামাজিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন ড. আতিউর রহমান।

পরে সেখানে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ব্যাংক কর্তৃক প্রদত্ত সেলাই মেশিন বিতরণ, নলকূপ, সোলার প্যানেল, কৃষি উপকরণ, ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন স্থাপন, স্কুলঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করবেন।

দুপুরে তিনি পঞ্চগড় থেকে রংপুরের উদ্দেশে রওনা দেবেন। সেখানে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে পরদিন ২৬ অক্টোবর সকালে জয়পুরহাটের উদ্দেশে রওয়ানা দিবেন।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান ও এসএম রবিউল হাসান, যুগ্ম পরিচালক মো. ওছমান গণি, প্রটৌকল উপ বিভাগের অফিসার মো. সিদ্দিকুর রহমান এবং গণমাধ্যম কর্মীরা।

পঞ্চড়ের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ উদ্দীন বাংলানিউজকে জানান, বাংলাদেশ ব্যাংকের গর্ভর্নর  পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন ব্যাংকের দেওয়া নানা সহায়তা প্রদান করবেন।

এ সফরে নতুন বাংলাদেশিদের জন্য সরকারের নেওয়া উন্নয়ন কাজগুলো আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, এ উপলক্ষে দহলা খাগড়াবাড়ি ছিটমহলে বসবে ব্যাংক মেলা। মেলায় বিভিন্ন ব্যাংকের ৪০টি স্টল বসবে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।