ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আমদানি বিকল্প ফসল চাষিদের ৪ শতাংশ হারে ঋণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আমদানি বিকল্প ফসল চাষিদের ৪ শতাংশ হারে ঋণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: কৃষি নির্ভর জেলা জয়পুরহাটে কোনো উদ্যোক্তা গার্মেন্ট শিল্প করতে চাইলে মূলধনী যন্ত্রপাতি কেনার জন্য ঋণের ব্যবস্থা করবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার দুপুরে (২৬ অক্টোবর) জয়পুরহাট সার্কিট হাউস মাঠে কৃষি ঋণ ও কর্মসংস্থান সহায়তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।



এছাড়া আমদানি বিকল্প ফসল ডাল, তৈলবীজ, মসলা চাষিদের ৪ শতাংশ হারে ঋণ দেওয়ার ঘোষণা দেন তিনি।

কৃষি ঋণ পেতে কোনো কৃষক হয়রারির শিকার হলে ১৬২৩৬ টেলিফোন নম্বরে ফোন করে অভিযোগ জানানোর পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে কৃষি, প্রাণিসম্পদ, এসএমই, গ্রিন ফাইন্যান্সিং, ১০টাকার হিসাবে বিপরীতে ঋণ বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গবাদি পশু পালন, দুগ্ধ উৎপাদন, মাছ চাষ, পোল্ট্রিসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ করেন।

এছাড়াও এসব ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের দেওয়া ৫৮ লাখ টাকা নগদ ঋণ বিতরণ করেন গভর্নর।

জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, পুলিশ সুপার মোল্ল্যা নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের বগুড়ার নির্বাহী পরিচালক বিষ্ণুপদ সাহা, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল হাকিম মন্ডল, নারী উদ্যেক্তা আয়েশা আক্তার জেসমিন প্রমুখ।

জেলা যুব উন্নয়ন অদিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেনের সহঞ্চালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাবীব তালুকদার লজিক।

এর আগে গভর্নর রংপুর জেলা সফর শেষে সড়ক পথে বেলা ১২টার দিকে জয়পুরহাট সার্কিট হাউসে পৌঁছে বিভিন্ন ব্যাংক কর্তৃক আয়োজিত কৃষি ঋণ ও কর্মসংস্থান মেলার ১২টি স্টল ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।