ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফরিদপুরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ফরিদপুরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 ফরিদপুর: সোনালী ব্যাংক লিমিটেডের ফরিদপুর প্রিন্সিপাল অফিসের নিয়ন্ত্রণাধীন শাখাগুলোর ব্যবস্থাপকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ব্যাংকের ফরিদপুর  প্রিন্সিপাল অফিসের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় ব্যবসা উন্নয়ণ, শ্রেণীকৃত, অবলোপনকৃত ঋণ আদায় ও কৃষি ঋণ পুনঃতফসিলিকরণ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়।

সোনালী ব্যাংক ফরিদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লক্ষ্মীনারায়ণ ঘোষালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ব্যাংকের ফরিদপুরের জেনারেল ম্যানেজার আব্দুর রশীদ শেখ, সোনালী ব্যাংক ফরিদপুর কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবদুল ওহাব খান, আলতাফ হোসেন, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস ফরিদপুরের নিয়ন্ত্রণাধীন ২৩টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।