ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতদিনের ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
সাতদিনের ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: সাতদিনের ছুটি শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের সুপার মো. আমিরুল ইসলাম ও সিঅ্যান্ডএফ এজেন্ট মো. নাহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকার পর মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে স্থলবন্দরে চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।



বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।