ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লেনদেন ব্যবস্থাপনায় আরটিজিএস অগ্রগতির গুরুত্বপূর্ণ ধাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
লেনদেন ব্যবস্থাপনায় আরটিজিএস অগ্রগতির গুরুত্বপূর্ণ ধাপ ছবি : রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘অনলাইন লেনদেনের প্রযুক্তি রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) চালুর ফলে এখন বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে দীর্ঘসময় অপেক্ষা করতে হবে না। এর মধ্য দিয়ে দেশের লেনদেন ব্যবস্থাপনা এক নতুন উচ্চতায় উন্নীত হলো যা অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।



শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে লেনদেন প্রক্রিয়ার উন্নতি: আরটিজিএস) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বাংলাদেশ ব্যাংক ও এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এ সেমিনারের আয়োজন করে।

গভর্নর বলেন, আরটিজিএস’র মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত সম্পন্ন হবে। রেমিট্যান্স প্রেরণকারীরাও এ সেবা পাবেন। তাদের পাঠানো কষ্টার্জিত অর্থ এখন তাত্ক্ষণিকভাবে দেশে পৌঁছে যাবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. মো. আসলাম আলম ও মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরু প্রকাশ পাল।

বক্তারা বলেন, আরটিজিএস বাস্তবায়নের মাধ্যমে দেশে আন্তঃব্যাংক লেনদেনে নতুন মাত্রা সংযোজিত হলো। দেশের অভ্যন্তরে বৃহৎ আন্তঃব্যাংক লেনদেনগুলো তাৎক্ষণিক নিষ্পত্তি হবে। এ ব্যবস্থার ফলে কল মানি মার্কেটের লেনদেনগুলো তাৎক্ষণিক ঝুঁকিবিহীন ও অনলাইনে নিষ্পত্তি সহজ হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।