ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪ দেশের মধ্যে যান চলাচল

বেনাপোল-আখাউড়া হয়ে ত্রিপুরা গেল পরীক্ষামূলক কার্গো

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বেনাপোল-আখাউড়া হয়ে ত্রিপুরা গেল পরীক্ষামূলক কার্গো ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): কলকাতা থেকে বেনাপোল বন্দর দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে পণ্যবাহী একটি কার্গো ভারতের ত্রিপুরা রাজ্যে যাওয়ার মাধ্যমে সার্কভুক্ত ৪ দেশের মধ্যে যান চলাচল পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মোবাইল ফোন কোম্পানির পণ্যবাহী এ কার্গোটি ভারতে প্রবেশ করে।



সম্প্রতি স্বাক্ষরিত সার্কভুক্ত ৪ দেশ বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যানবাহন চলাচলের জন্য বিবিআইএন (BBIN) চুক্তির আওতায় এ যানবাহন চলাচল শুরু হয়েছে।

ভারতীয় ৪ ও বাংলাদেশের ২ সদস্যের একটি দলের সহায়তায় পণ্যবাহী কার্গোটি দুপুরে আখাউড়া স্থলবন্দরে আসে। পরে দুপুর ১টায় কাস্টমসসহ বন্দরের ব্যবসায়ীরা পরীক্ষামূলক এ যাত্রাকে স্বাগত জানান।

আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (অতিরিক্ত) মিহির কিরণ চাকমা বাংলানিউজকে বলেন, দুপুরে পরীক্ষামূলক কার্গোটি বন্দরে আসলে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে  ছাড়পত্র দেওয়ার পর কার্গোটি ত্রিপুরার আগরতলা বন্দরে পৌঁছে।

ট্রান্সপোর্ট এজেন্সি ডিএইচএলের কর্মকর্তা ফিরোজ জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, কলকাতা থেকে আগরতলার দূরত্ব ১৫৫৯ কিলোমিটার। পণ্য নিয়ে সেখান থেকে আগরতলা পৌঁছাতে সময় লাগতো প্রায় ৮ দিন। বাংলাদেশের স্থলপথ ব্যবহারে ফলে কলকাতা থেকে আগরতলার দূরত্ব কমে দাঁড়িয়েছে ৫৫৯ কিলোমিটারে। এতে ৩ দিনেই পণ্য পৌঁছে যাবে আগরতলা বন্দরে।

গত রোববার (০১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতীয় ওই কার্গোটি কলকাতা থেকে আগরতলার উদ্দেশে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।